রাত থেকেই ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনের দুই পাশের সড়ক ছিলো কাঁটাতার বেষ্টিত। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই ধানমন্ডি ৩২ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে বিষয়টি মাথায় রেখেই তাদের এমন কর্মসূচি। এমন অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ রয়েছে বলেও জানান তারা।
এদিকে, বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। শোক দিবস উপলক্ষ্যে সেখানে অনেকে কর্মসূচি পালন করতে চাইলেও তা সম্ভব হয়নি। সারারাত সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও।
শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়......
0 Comments